Uncategorized
বৃদ্ধ মায়ের ভরণ পোষণ না দিতে, পুড়িয়ে মারলো ছেলে আর ছেলের বউ

বৃদ্ধ মায়ের ভরণ পোষণ না দিতে, পুড়িয়ে মারলো ছেলে আর ছেলের বউ

বৃদ্ধ মায়ের ভরণ পোষণ না দিতে, পুড়িয়ে মারলো ছেলে আর ছেলের বউ

আজকের কাশিয়ানী ডেস্ক: সুভাদ্র রায় (৭৮)। রাস্তার পাশ থেকে পুড়া মরদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায়, ছেলে গোপাল রায় ও তাঁর স্ত্রী শিল্পী রায় মিলে মায়ের উপর অত্যাচার চালাতেন। মায়ের ভরণ-পোষণ যেনো আর না দিতে হয় এর জন্য তাকে পুড়িয়ে হত্যা করে। হত্যার পর বৃদ্ধা মায়ের দেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় ছেলে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকায়। খবর আনন্দ বাজারের।

এ ঘটনায় ছেলে আর ছেলের বউকে আটক করে পুলিশের হাতে দিয়েছে এলাকাবাসী। মামনি দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘আগুনে পোড়া দেহ রাস্তায় পাওয়া গিয়েছে, সকালে এই খবর শুনে শিউরে উঠেছিলাম। আমরা ছুটে এসে দেখি, গোপাল আর ওর বউ পালানোর চেষ্টা করছে। আমরাই ওদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।’’

প্রতিবেশী বাবলু বিশ্বাস বলেন, “কয়েক দিন আগে পুরভোটের প্রচার চলাকালীন গোপালদের বাড়ি থেকে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে পাই। আমরা ছুটে এসে দেখি, মা-কে ঘরে থাকতে দেবে না বলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে গোপাল আর তার বউ। এক টোটো চালক বৃদ্ধাকে পাশের পাড়ায় তাঁর মেয়ের বাড়ি রেখে আসেন। পরে শুনেছি, মেয়েও মা-কে তাঁর বাড়িতে রাখতে না চাওয়ায় আবার বাড়ি ফিরে এসেছিলেন বৃদ্ধা। তার পরেই এই ঘটনা ঘটল।’’

পুলিশ জানায়, গোপাল আর শিল্পীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। ছেলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলেন মা। তাই তাঁকে হত্যা করেছেন ছেলে আর তাঁর বউ। পুলিশ জানায়, নিহতের আরও এক ছেলে শঙ্কর রায়কে খবর দেওয়া হয়েছে। তিনি শিলিগুড়িতে থাকেন।


All rights reserved © 2021।। Ajker Kashiani