নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুইদিন ব্যাপী গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণ পুজা উপলক্ষে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করেন লাটেঙ্গাবাসী।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রাশেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খানঁ,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কৃষ্ণ প্রষাদ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরগোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ,যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ, রাধাগঞ্জ যুবলীগ সভাপতি অশোক বৈদ্য, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সঞ্জয় হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
দীর্ঘ দিন ধরে লাটেঙ্গা মাঠে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ঘোড়দৌড় প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্জল থেকে ছওয়ারিরা তাদের ঘোড়া নিয়ে অংশ গ্রহণ করেন। মেলা দেখতে পার্শবর্তি জেলাগুলো থেকে হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীরাদের আগমনে মুখোরিত হয়ে ওঠে গোটা এলাকা। ঘোড়দৌড় প্রতিযোগীতায় নড়াইলের রবিউলের ঘোড়া প্রথম হয়ে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরুস্কার লাভ করেন।
নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায়…
নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রঙ…
নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এসময় আহত…
নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা আয়োজনের মধ্যদিয়ে বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী…
ডেস্ক রিপোর্ট:- বৈদ্যুতিক মটর চুরি করার দায়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমাণা…
প্রতিনিধি কাশিয়ানী:- বাবার দেওয়া সম্পত্তি নিয়ে আপন দুই বোনের মধ্যে পাঁচ বছর ধরে চলছে বিরোধ।…