Uncategorized
হিজড়াদের ঈদ উপহার দিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ

হিজড়াদের ঈদ উপহার দিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ

আজকের কাশিয়ানী ডেস্ক:- ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বসবাসরত পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) সপ্রদায়ের মানুষ গুলোদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

রবিবার (১মে) বেলা ১১টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জেলা পুলিশের উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারে রয়েছে শাড়ি, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, গুঁড়াদুধ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। ৩২ জনের হাতে উপহার তুলে দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


All rights reserved © 2021।। Ajker Kashiani