Uncategorized
গোপালগঞ্জে ৬০ ড্রাম সয়াবিন তেল গুদামজাত, ২০ হাজার টাকা জরিমানা
- সময় :
সোমবার, ৯ মে, ২০২২
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জে প্রায় ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করার অভিযোগে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৯ মে) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, সয়াবিন তেল গুদামজাত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেছেন— এমন গোপন সংবাদ পেয়ে জেলা শহরের বড় বাজার এলাকার মন্ডল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় ৬০ ড্রামে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন তেল গুদামজাত করে বাজারে সঙ্কট দেখিয়ে অধিক দামে বিক্রির চেষ্টা ও মূল্য তালিকায় দাম না লেখার দায়ে মন্ডল ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।