Uncategorized
কাশিয়ানীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কাশিয়ানীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

পরশ উজিরঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে সাপের কামড়ে শাহাদাত শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাদাৎ শেখ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া দক্ষিণপাড়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি কাশিয়ানী বাজারে আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক।

নিহতের চাচাতো ভাই তারিকুল ইসলাম সুমন শেখ জানান, মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় শাহাদতকে একটি বিষধর সাপে কামড় দেয়। রাতেই তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে টিকা না থাকায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।


All rights reserved © 2021।। Ajker Kashiani