Uncategorized
৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ

৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

মঙ্গলবার (১২ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, ৫০ শতাংশ ডিসকাউন্টে ২২ জুলাই আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে এই ট্যুর হবে। ভ্রমণের জন্য আগেই প্যাকেজ বুকিং করতে হবে। এ জন্য ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।

ভ্রমণের দিন (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নিচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসনগ্রহণ এবং ৪টায় ভ্রমণ শুরু করা হবে।

দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সে’তু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। রাত ৯টায় ট্যুর শেষ হবে।


All rights reserved © 2021।। Ajker Kashiani