Uncategorized
একদিনে সড়কে ঝরল ৩০ প্রাণ

একদিনে সড়কে ঝরল ৩০ প্রাণ

নিজস্ব প্রতিবেদক:- সারাদেশে একদিনে ১২ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ জন মারা গেছেন। শনিবার (১৬ জুলাই) টাঙ্গাইলে সাতজন, সিরাজগঞ্জে চারজন, বগুড়ায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন, গাজীপুরে দুইজন, নীলফামারীতে একজন, ময়মনসিংহে তিনজন, হবিগঞ্জে তিনজন, দিনাজপুরে একজন, রাজশাহীতে একজন, চট্টগ্রামে একজন এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। একইদিন দুপুরে মহাসড়কের জামুর্কী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ

দুপুরে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকোলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বগুড়া

বগুড়া জেলার কাহালুতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া

মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ভোরে মহানগরের পুবাইলের বসুগাঁওয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে একজন এবং একই এলাকার সুকুন্দিবাগ ব্রিজ এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের বটতলা শান্তিনগর বাজারে ট্রাকের চাপায় আজিজুল হক (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্টবিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী

রাজশাহীর মোহনপুরে বেপরোয়া বাসচাপায় ‍জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্য মারা গেছেন। আজ সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের উপজেলার সাঁকোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম

চট্টগ্রামের ভূজপুর থানার মির্জারহাট এলাকায় পিকআপ-সিএসজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ সকালে গহিরা-হেঁয়াকো সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

দিনাজপুর

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ দুপুর ১ টার দিকে উপজেলার ব্র্যাক শাখা অফিসের সামনের এ দুর্ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে সবজি বিক্রি করতে গিয়ে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


All rights reserved © 2021।। Ajker Kashiani