Uncategorized
সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

জানা যায়, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করেন অভিভাবক সদস্য ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২ জন।

এসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।

এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে বিজয়ীরা হলেন:- মো. আলিম মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো.বিল্লাল মুন্সী, মো. আরিফ হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আনোয়ারা ইয়াসমিন।

এছাড়াও দাতা সদস্য ২’জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১ জন দাতা সদস্যের মধ্যে ১৪ ভোট পেয়ে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হন।


All rights reserved © 2021।। Ajker Kashiani