Niramoy 3
Uncategorized
কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

20220802 115042

পরশ উজির:-গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০২ আগস্ট) সকালে উপজেলা ভাট্টাইধোবা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেলিনা বেগম। তিনি বলেন, গত ২৯মে কাগদী গ্রামের সিজানুর রহমান খুন হন। কিন্তু ওই হত্যাকান্ডের ঘটনায় আমার দুই ছেলে ও পুতনীকে মামলার আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় আমার দুই ছেলে কর্মস্থলে ও পুতনী স্কুলে ছিল। কিন্তু এদেরকে মামলায় মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।

তিনি আরো বলেন, হত্যা মামলায় আসামী করায় আমার দুই ছেলে বাড়ি থেকে পলাতক রয়েছে আর পুতনী জামিনে রয়েছেন। আমি একজন হার্টের রোগী। আমার দুই ছেলে পলাতক থাকায় আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাই।

সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা খানম বলেন, এ মামলায় আমাকেও আসামি করা হয়েছে। ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। বর্তমানে আমি জামিনে রয়েছি। এ মামলায় আসামি করায় আমি ঠিকভাবে পড়ালেখা করতে পারছি না। এতে আমি ভালভাবে এসএসসি পরীক্ষা দিতে পারবো না। আমি এ মিথ্যা মামলা থেকে অব্যহতির দাবি জানাই।

এ সংবাদ সম্মেলনে নূরুন্নাহর বেগমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 


All rights reserved © 2021।। Ajker Kashiani