Ajker Kashiani
অন্যান্য

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা

আজকের কাশিয়ানী ডেস্ক:- “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার হয়ে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক।

বক্তব্যে তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।

এসময় কমিউনিটি পুলিশের সদস্য, বাস-ট্রাকের চালক হেলপার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।