Uncategorized
কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরি! গ্রামে আতঙ্ক 

কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরি! গ্রামে আতঙ্ক 

কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে ৪ বাড়িতে চুরি! গ্রামে আতঙ্ক

আজকের কাশিয়ানী ডেস্কঃ- গোপালগঞ্জের কাশিয়ানীতে সিঁধ কেটে এক রাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা, অটোভ্যান, মোবাইল ফোন ও টর্চ লাইট চুরি করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঐখোলা গ্রামে ৪টি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে ওই গ্রামের মো. সেন্টু শেখ, জুয়েল মোল্যা, রফ শেখ ও মুকুল ফকির ঘুমিয়েছিল। চোরেরা মাটির ঘরে সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় চোর চক্রটি নগদ ৫০ হাজার টাকা, ১টি অটোভ্যান, ১টি মোবাইল ফোন ও ২টি টর্চ লাইট নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বুধবার (১৯ অক্টোবর) ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির ঘটনা জানতে ও বুঝতে পারেন। পরে তারা কান্নায় ভেঙে পড়েন।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, চোরেরা ৪টি বাড়িতে সিঁধ কাটে। এর মধ্যে ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


All rights reserved © 2021।। Ajker Kashiani