Uncategorized
পারুলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা করলেন লাভলু মৃধা

পারুলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা করলেন লাভলু মৃধা

আজকের কাশিয়ানী ডেস্ক:- ২৯ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে পারুলিয়া ইউনিয়নের আয়োজনে তৃণমূল নেতা-কর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা।

মঙ্গলবার ১৫ নভেম্বর বিকেলে তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া সালামিয়া এতিমখানা চত্বরে এ মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নওজেস আলী খান।

 

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল হক, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার, ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্যা মো. খালিদ হোসেন লেবু, উপজেলা যুব লীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো. টিটুল।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার মোল্যা, সাবেক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইবাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমীর, এম.এ খালেক কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ (কালু), ভিপি কে. এম মোর্শেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরাফত হোসেন লাভলু মৃধা বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


All rights reserved © 2021।। Ajker Kashiani