Ajker Kashiani
অন্যান্য

কশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় ইমাম নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাই‌কেল আ‌রোহী হেদায়েত উল্লাহ (২০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।

নিহত ইমাম হেদায়েত উল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহ’র ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।