Uncategorized
কাশিয়ানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কাশিয়ানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পরশ উজির:- ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৬ সালে গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুনকে বুধবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামুন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মহানাগ গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে। ২০২০ সালে গোপালগঞ্জ আদালত নারি শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলায় মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় মামুন পলাতক ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


All rights reserved © 2021।। Ajker Kashiani