Uncategorized
কাশিয়ানী উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথসভা

কাশিয়ানী উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথসভা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ১২টায় কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন নাহার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পৃথ্বীজ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বক্তব্য রাখেন। এসভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কাশিয়ানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।


All rights reserved © 2021।। Ajker Kashiani