Uncategorized
ভয়াবহ আগুনে মার্কেটের সব দোকান পুড়ে যাওয়ার শঙ্কা

ভয়াবহ আগুনে মার্কেটের সব দোকান পুড়ে যাওয়ার শঙ্কা

ভয়াবহ আগুনে মার্কেটের সব দোকান পুড়ে যাওয়ার শঙ্কা

রাজধানীর বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে। আগুনে সব দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এদিকে, রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। সেই লেলিহান শিখায় পুড়ছে ব্যবসায়ীদের হাজার হাজার দোকান।

মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘কিছু বের করে নিয়ে আসতে পারলেও প্রায় সব মালপত্র পুড়ে যাচ্ছে।’

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে বসিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার জমতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।

কয়েকজন ব্যবসায়ী জানান, সারা বছর অপেক্ষা করে থাকেন এই ঈদ মৌসুমে ব্যবসা করবেন বলে। কিন্তু আগুন সব শেষ করে দিল।

হাসান নামের আরেক ব্যবসায়ী হাউ মাউ করে কান্না করছেন আর বলছেন, ‘ভাই, ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার মাল তুলেছি। আমার সব শেষ হয়ে গেল রে ভাই।’

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনীর একটি দল। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪৭টি ইউনিট কাজ করছে।


All rights reserved © 2021।। Ajker Kashiani