Uncategorized
কাশিয়ানীতে স্কুলের জমি মাপতে গিয়ে প্রাণ গেল সভাপতির

কাশিয়ানীতে স্কুলের জমি মাপতে গিয়ে প্রাণ গেল সভাপতির

কাশিয়ানীতে স্কুলের জমি মাপতে গিয়ে প্রাণ গেল সভাপতির

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলের জমি মাপতে গিয়ে রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার (৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

রফিকুল উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে ওই বিদ্যালয় ও এলাকাবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, থানা পুলিশের উপস্থিতিতে বিরোধপূর্ণ ওই জমি বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম এবং স্থানীয় লোকজন পরিমাপ করছিল। এ সময় স্থানীয় প্রভাবশালী গোয়ালগ্রামের নজরুল ইসলাম বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: জমি নিয়ে বিরোধ; অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনকে মারধর

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) শাহীন মামুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


All rights reserved © 2021।। Ajker Kashiani