Niramoy 3
Uncategorized
কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উপকরণ বিতরণ

কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে উপকরণ বিতরণ

20230516 205424

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, ছাগলের ঘর, গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০টি দরিদ্র জেলে পরিবারের মাঝে ৪০টি ছাগল, ২০টি ছাগলের ঘর ও ২০ বস্তা গবাদিপশুর খাদ্যসহ ভ্যাকসিন ও ছাগলের কৃমিনাশক বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারি কমিশনার (ভূমি) মিলন সাহা, মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, থানার সেকেন্ড অফিসার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম, ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


All rights reserved © 2021।। Ajker Kashiani