Uncategorized
গোপালগঞ্জের এসপিকে বিদায় সংবর্ধনা

গোপালগঞ্জের এসপিকে বিদায় সংবর্ধনা

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা দিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় কাশিয়ানী থানা চত্তরে এ সংবর্ধনা দেয়া হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) মো. কামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়েশা সিদ্দিকাকে গার্ড অব অনার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাশিয়ানী থানা পুলিশ। অনুষ্ঠান শেষে থানা চত্বরে কৃষ্ণচূড়া গাছ রোপন করেন বিদায়ী এসপি।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে আয়শা সিদ্দিকা গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দু’বছর ছ’মাস দায়িত্ব পালন করে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদায়ী পুলিশ সুপার জানান, তার পরবর্তী কর্মস্থল বিশেষ পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ।


All rights reserved © 2021।। Ajker Kashiani