Uncategorized
দুর্গাপূজা উপলক্ষে কাশিয়ানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্গাপূজা উপলক্ষে কাশিয়ানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের কাশিয়ানী ডেস্ক:- সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্ট‌োবর শনিবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পূরুলিয়া উত্তরপাড়া মালাকার বাড়ি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস।

দুর্গাপূজা উপলক্ষে কাশিয়ানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক টি, এম লায়েকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, সহ-সভাপতি জামিলুর রহমান জাপান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান খান, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্জিৎ মালাকার।


All rights reserved © 2021।। Ajker Kashiani