Uncategorized
কাশিয়ানীতে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

কাশিয়ানীতে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রাম ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- নান্নু মোল্লার ছেলে নুর মোহাম্মদ ওরফে নরু মোল্লা (৩২), জাহাঙ্গীর মুন্সির ছেলে আলামিন (৩৩), মৃত সিরু শেখের ছেলে সোহাগ শেখ (৩৮), ও শুকুর মোল্লার ছেলে শাহী মোল্লা (৫২)। এদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ডাকাতি মামলায় ৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।


All rights reserved © 2021।। Ajker Kashiani