Uncategorized
কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত-৩

কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান চালক নিহত, আহত-৩

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:-গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় আমিরুল বিশ্বাস নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

সোমবার (৬ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান চালক আমিরুল বিশ্বাস ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্ধারকোটা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

ওসি জানান, রাতে ভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে ভ্যান চালক আমিরুল বিশ্বাস ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলো।

এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ ও ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আমিরুল ইসলাম নিহত হন ও ভ্যানে থাকা অপর ৩ যাত্রী মারাত্মক আহত হন।

পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত করা হবে না কি পরিবারের কাছে হস্তান্তর করা হবে তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।


All rights reserved © 2021।। Ajker Kashiani