Uncategorized
কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার

কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক সেনা সদস্য হত্যা মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর খিলগাঁও থেকে র‌্যাব-৬-এর সদর দপ্তর (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি মো. কেরামত মোল্লা, মো. নুরু মোল্লা ওরফে নুর ইসলাম, মো. অলিয়ার মোল্লা, মো. আবুল হাসান মোল্লা, মো. সাফি মোল্লা, মো. চানমিয়া মোল্লা, মো. হালিম মিয়া ও  মো. সোহেল মোল্লা। তাদের সবার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

র‌্যাব জানিয়েছে, আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ অক্টোবর উপজেলার নিজামকান্দী গ্রামের বিবাদমান দুটি পক্ষের সংঘর্ষে মারা যান সাবেক সেনা সদস্য আনসার চৌধুরী। ঘটনার দিনই আনসার চৌধুরীর স্ত্রী ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।


All rights reserved © 2021।। Ajker Kashiani