পরশ উজির:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অব:) ফারুক খান। এ সময় তার মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান সঙ্গে ছিলেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১ টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নৌকার প্রার্থী হিসেবে টানা
ষষ্ঠবারের মতো মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজী টুলু।
এ বিষয়ে ইউএনও এস এম ইমাম রাজী টুলু বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে সাতটি। এর মধ্যে ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২ ডিসেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই হবে।