কাশিয়ানীতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

কাশিয়ানীতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, ছাগলের ঘর, গবাদিপশুর খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪০টি জেলে পরিবারের মাঝে ৮০টি ছাগল, ৪০টি ছাগলের ঘর, গবাদিপশুর খাদ্য, ভ্যাকসিন ও ছাগলের কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষন এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. জামিনুর রহমান জাপান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পৃথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া ও মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া প্রমুখ।


All rights reserved © 2021।। Ajker Kashiani