কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাপায় মো. জালাল মোল্লা (৮৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম সড়ক দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. জালাল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের মৃত মহিরউদ্দিন মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম জানান, মো. জালাল মোল্লা পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।