Ajker Kashiani

কাশিয়ানীতে মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণের সমাপনী

আজকের কাশিয়ানী ডেস্ক।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পর্যায়ে মহিলাদের আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হস্তশিল্প ও নকশী কাঁথা তৈরী বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।

বুধবার (১৫ জুন) উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন। এর আগে গত ৬ জুন এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে স্থানীয় সরকার কর্তৃক সরাসরি বাস্তবায়িত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ অপু, সমাজসেবা কর্মকর্তা এমএম ওয়াহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, পরিদর্শক মো. মফিজুর রহমান, জাইকার ইউডিএফ শরিফুল ইসলাম।