Ajker Kashiani

লিটন ঝড়ে উড়ছে টাইগাররা, চাপে ভারত

অ্যাডিলেইড ওভালে আগে ব্যাটিং করলে জয়ের জন্য পার স্কোর ১৭৬ রান। ভারত করেছে তার চেয়েও ৮ রান বেশি। আর তাতে বাংলাদেশের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানোর জন্য লক্ষ্য নির্ধারিত হয়েছে ১৮৫ রান।

টাইগার ক্রিকেটারদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ফর্মে আছেন লিটন কুমার দাস এবং আফিফ হোসেন। এরমধ্যে লিটন চলতি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো ওপেনিং করতে নেমেছেন। আর ভারতের বিপক্ষে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন লিটন।

টাইগার এই ওপেনারের ঝড়ের তাণ্ডবে ভারতের বিপক্ষে লক্ষ্য তাড়া করার পথে উড়ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ারপ্লের ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৫ রান।

যেখানে ফিফটি হাঁকিয়ে ফেলেছেন লিটন। এখন পর্যন্ত ২৪ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৫৬ দলকে এগিয়ে নিচ্ছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গে ওপেনিং জুটিতে থাকা নাজমুল হোসেন শান্ত অবশ্য লিটনের পুরো বিপরীত ক্রিকেট খেলছেন। এখন পর্যন্ত ১২ বলে ৪ রান করেছেন শান্ত।