-5.2 C
New York
January 15, 2025
Ajker Kashiani

আসমক কোম্পানির পক্ষ থেকে দুই উপজেলায় কম্বল ও চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:- আসমক কোম্পানি মরিচাসের পক্ষ থেকে গোপালগঞ্জের কাশিয়ানী ও ফরিদপুরের আলফাডাঙ্গার এক হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে।

আসমাক কোম্পানির পক্ষ থেকে মরিচাস প্রবাসী আকাশ মিয়ার উদ্যোগে এ কম্বল ও চাল বিতরণ করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় আলফাডাঙ্গা জাটিগ্রাম প্রবাসী, আকাশ মিয়ার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে এ কম্বল ও চাল বিতরণ করে আকাশ মিয়ার পরিবারের সদস্যরা।

ভারি শীত ও খুচরা বাজারে চালের দাম বাড়তি থাকায় শীতার্ত দুস্থ অসহায় মানুষ এ সহায়তা পেয়ে প্রবাসী আকাশ মিয়া ও আসমক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হোসাইন আদমজীসহ পরিবারদের জন্য আল্লাহ তাআলার কাছে, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বুলবুল, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, আকাশ মিয়ার বাবা মো. জাকির হোসেন মিয়া, চাচা মো. টুকু মিয়া, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, বিউটি বেগম, রানা মিয়া ও জোসনা বেগম প্রমুখ।