10.6 C
New York
May 24, 2025
Ajker Kashiani

অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

কাশিয়ানী প্রতিনিধি:- দেশী ওয়ান শুটার ও দেশীয় অস্ত্রসহ সৈয়দ শরিফুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত সৈয়দ শরিফুল ইসলাম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের মৃত সৈয়দ কাশেম আলীর ছেলে। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল আজকের কাশিয়ানীকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির রান্না ঘর থেকে একটি দেশী ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

আরো খবর

21 Quinoa Salad Recipes to Try This Spring

admin

The Art of Photography as Therapy for Your Clients

admin

Overeating Healthy Food Is As Bad As Eating Junk Food

admin