Ajker Kashiani

কাশিয়ানীতে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ‘ধর্ষণচেষ্টা’

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ টাকার লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটির বাবা রশিদুল আলম (ছিটন) কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত হোসেন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের মৃত জালু সরদারের ছেলে এবং ফুকরা হাটের ইজারাদার।

শিশুর বাবা ইজিবাইক চালক জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশি হোসেন সরদার তার মেয়ের হাতে ১০ টাকার একটি নোট দিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় তার বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে হোসেন সরদার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

শিশুটির মা গোলাপি খানম জানান, এরআগেও বেশ কয়েকবার হোসেন সরদার তার মেয়েকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয়ার চেষ্টা করেছেন। ওইদিন সবার অগোচরে মেয়ের হাতে ১০ টাকার নোট দিয়ে বাড়িতে নিয়ে ঘরের মধ্যে বিবস্ত্র করে ফেলে। এ সময় মেয়ের চেচামেচিতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারের লোকজনের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাতক রয়েছেন।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান জানান, শুক্রবার (১১ অক্টোবর) সকালে শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাত রয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

admin

কাশিয়ানীতে বাস চাপায় ভ্যান চালক নিহত, আহত-১

admin

কাশিয়ানীতে নকল পণ্য তৈরির কারখানার সন্ধান, জরিমানা  

admin