14.5 C
New York
March 11, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কালু মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানীতে দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তিনি কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পোনা গ্রামের ফকির উদ্দিন মৃধার ছেলে।

মঙ্গলবার দুপুরে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কালু মৃধাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা এক হাজার পাঁচশ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

আরো খবর

How to Use Auto AF Fine Tune on Your Nikon DSLR the Right Way

admin

iPhone 8 Leak Reiterates Apple’s Biggest Gamble

admin

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

admin