Ajker Kashiani

আলফাডাঙ্গা প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম রিয়াজ:- ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস আকরাম হোসেন, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ, সাবেক পৌর মেয়র সাইফুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান, প্রভাষক মুরাদ হোসেন তালুকদার, জাগো নিউজের ফরিদপুর প্রতিনিধি এন কে বি নয়ন, বাংলা নিউজের ফরিদপুর প্রতিনিধি হারুন-অর-রশিদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমীন, সমকালের লোহাগড়া প্রতিনিধি রেজাউল করিম, নগরকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল, বোয়ালমারী বার্তার প্রকাশক ও সম্পাদক এ্যাড. কোরবান আলী, দৈনিক সময়ের প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক লিটু সিকদার, সাপ্তাহিক মানব দর্পণের সম্পাদক তারিকুল ইসলাম, পাক্ষীক নজীর বাংলার প্রকাশক ও সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, সাংবাদিক সেকেন্দার আলম, তাজমিনুর রহমান তুহিন, কামরুল ইসলাম, তামিম আহমেদ মিলন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুভাস চন্দ্র বিশ্বাস, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মজিবর রহমান, প্রভাষক মাহিদুল হক, প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, মাই টিভির ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম জনি, যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিংকন সরদার, ফরিদপুরের সমকাল প্রতিনিধি সাইদুল ইসলাম শাকিল, সমকালের সালথা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।

আরো খবর

কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

admin

‘হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না’-সেলিমুজ্জামান

admin

কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন মো. মোক্তার হোসেন

admin