Ajker Kashiani

আলফাডাঙ্গায় বিএনপি নেতা খোকনের মোটরসাইকেল মহড়া

আলফাডাঙ্গা প্রতিনিধি:- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর বিএনপির (সাবেক) সদস্য সচিব মো. খোশবুর রহমান খোকনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলার কামারগ্রাম আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খোকনকে কাশিয়াযানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলে বরণ করে আলফাডাঙ্গায় পৌঁছায়। পরে মোটরসাইকেল মহড়াটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ভাটিয়াপাড়া থেকে ফুলের মালা দিয়ে বরণ কালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আবু সালেহ্ মুসা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম দাউদ, আলফাডাঙ্গা পৌর যুবদলের মিজানুর রহমান মিজান, আলফাডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরব আলী, হায়দার মোল্যা প্রমুখ।

আরো খবর

৭ হাজার টাকার ঋণ ১১ মাসে বেড়ে ৪৫ হাজার

admin

‘হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না’-সেলিমুজ্জামান

admin

অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

admin