9.9 C
New York
March 11, 2025
Ajker Kashiani

এম.এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আজকের কাশিয়ানী ডেস্ক:- এম.এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলেয়া বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, ওসি মোহাম্মদ ফিরোজ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সদস্য মো.ফায়েকুজ্জামান প্রমুখ।

পরে দলগত ডিসপ্লে প্রদর্শন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।