26 C
New York
July 10, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে আমের লোভ দেখিয়ে ‘শিশু ধর্ষণ’

প্রতিনিধি কাশিয়ানী:- আম দেওয়ার কথা বলে গোপালগঞ্জের কাশিয়ানীতে সাত বছরের এক শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শহীদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিঙ্গলিয়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুর পরিবার জানায়, মঙ্গলবার বিকালে শহীদ চৌধুরী ওই শিশুকে আম দেওয়ার কথা বলে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন শহীদ চৌধুরী পালিয়ে যায়। পরে শিশুটিকে বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। বুধবার ওই শিশুর বাবা ইকরাম শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন।

কাশিয়ানী থানার (ওসি) মো. জিল্লুর রহমান জানান, সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি শহীদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

আরো খবর

Google to Pay Apple $3 Billion to Remain Default iOS Device Search Engine

admin

How VR-Like Immersive Experiences Can Be Produced For Real

admin

কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

admin