7.5 C
New York
March 9, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ছেলের ‘মারধরে’ হাসপাতালে বৃদ্ধ বাবা-মা

কাশিয়ানী প্রতিনিধি:- জমি লিখে না দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে।

আহত বাবা আবু বক্কার সিদ্দিক মোল্যা (৬৫) ও মাতা কহিনুর বেগম (৪৮) কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। আবু বক্কার সিদ্দিক মোল্যা ওই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্যার ছেলে।

সোমবার (১৯ জুন) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে খালেদ মোল্যার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী আবু বক্কার সিদ্দিক মোল্যা।

ভূক্তভোগী আবু বক্কার সিদ্দিক মোল্যা বলেন, আমার বড় ছেলে খালেদ মোল্যা আমাকে কোনো ভরণ-পোষণ দেয় না। আমার জায়গা-জমি তাকে লিখে দেওয়ার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। অকথ্য ভাষায় গালাগাল করে। বাড়িঘর ভাংচুর ও ঘরে রক্ষিত মালামাল ভাংচুর করে। সোমবার সকালে ঢাকা থেকে এসে আমাদের বেধড়ক মারধর করেছে। এ সময় ঠেকাতে গিয়ে আমার মেয়ে ও মেজ পুত্রবধূও আহত হয়েছে। পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এসব অভিযোগের বিষয়ে খালেদ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসব কোনো কিছু করিনি। আমাকে আমার বাবা তিন বছর আগে ত্যাজ্যপুত্র করে দিয়েছে। আমি ৬টি দলিলমূলে জমি কিনেছি। আমার দলিল আটকে রেখেছে আমার বাবা। আমাকে আমার দলিলের সম্পত্তিতে যেতে দিচ্ছে না। আমি এর বিচার চাই।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, বাবা-মাকে মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।