Ajker Kashiani

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে মারধর-ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে শামেলা বেগম (৬৫) নামে এক নারীকে মারধর ও বাড়ির বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শামেলা বেগমের স্বামী সাফায়েত শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ওই গ্রামের শামেলা বেগমের সাথে প্রতিবেশি রাজিয়া বেগমের পরিবারের বিরোধ চলছিল। তাদের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। দীর্ঘ ৭ বছর মামলা চলার পর প্রাথমিক ডিক্রি রায় দিয়েছেন আদালত। ৬০ দিনের মধ্যে আপোষ মিমাংসার মাধ্যমে জমি বন্টন করে নিতে উভয়পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। কিন্ত দীর্ঘ দিন অতিবাহিত হলেও কোন বন্টন হয়নি।

শনিবার সকালে রাজিয়া বেগমের লোকজন জমির মালিকানা দাবি করে দখল ছেড়ে দিতে বলেন। এক পর্যায় তারা শামেলা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেন। পরে শামেলা বেগমের স্বজনরা তাকে আহত অবস্থায় কাশিয়ানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ বিষয় শামেলা বেগমের স্বামী থানায় অভিযোগ করে বাড়ি এসে দেখেন প্রতিপক্ষের লোকজন তার বাড়ির টিনের প্রাচীরও (বেড়া) ভেঙে ফেলেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ রাজিয়া বেগম। তিনি বলেন, ‘আমরা মা-মেয়ে বাড়িতে থাকি। শামেলা বেগমের মেয়েদের গ্রামে বিয়ে হয়েছে। শামেলা ও তার মেয়েরা লোকজন নিয়ে এসে আমাকে ও আমার মেয়েকে মারধর করে আহত করেছে। আমি আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।