Ajker Kashiani

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ (৫৫)নামে এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকাল পৌঁনে ৮ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চরপদ্মবিলা গ্রামের মৃত ধলা মিয়া শেখের ছেলে।

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কা লাগে। মিরাজ শেখ ইজি বাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মিরাজ শেখ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।