22 C
New York
May 16, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি

কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নি খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহুতি দিয়েছে।

আজ শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় রেলক্রসিং এ ঘটনা ঘটে।

সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিলো। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে, স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।মেয়েটির ফোনের ডায়াল রিং-এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে।