Ajker Kashiani

কাশিয়ানীতে পিকাপ চাপায় কিশোর নিহত

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকাপের চাপায় মো. রানা শেখ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

আজ শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসেম মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. রানা শেখ কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকার নীচু মাজড়া গ্রামের মো. ফারুক শেখের ছেলে।

ওসি মো. আবুল হাসেম মজুমদার জানান, মাজড়া এলাকার নীচু মাজড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল মো. রানা শেখ। এ সময় দ্রুতগামী একটি পিকাপ রানাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

‘হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না’-সেলিমুজ্জামান

admin

কাশিয়ানীতে বিদেশি মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ

admin

কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাঙচুর, লুটপাট

admin