28.9 C
New York
July 24, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

কাশিয়ানী নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সোমবার (১১ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ও ধুসর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছে, ঢাকা থেকে পিরোজপুরগামী প্রাইভেটকারের চালক বেপরোয়া ও দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে প্রাইভেটকারের চালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলেই নিহত হন ও প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ যাত্রী আহত হন। নিহত প্রাইভেটকারের চালক নড়াইলের লোহাগাড়া উপজেলার রায়গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

অন্যদিকে একই মহাসড়কে সকাল সাড়ে ৯ টার দিকে ধুসর বটতলা এলাকায় বাসের ধাক্কায় অটো ভ্যানচালক কুদ্দুছ মোল্লা (৫৫) মারাত্মক আহত হয়। তাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত কুদ্দুছ মোল্লা কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে বুঝে দেওয়া হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

আরো খবর

ভাটিয়াপাড়া স্কুলের সভাপতি হলেন শেখ মাহাবুবুর রহমান

admin

An Iconic Greek Island Just Got A Majorly Luxurious Upgrade

admin

Apple Watch Takes Center Stage Amid iPhone Excitement

admin