Ajker Kashiani

কাশিয়ানীতে প্রাইভেটকার ডোবায় পড়ে চালক নি’হ’ত

নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে চালক পলাশ মোল্লা (৩৬) নিহত হয়েছেন। সে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে।

 

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনিবর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে একটি প্রাইভেটকার মিল্টন বাজার এলাকা দিয়ে মহাসড়কে ওঠার আগেই ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। লোকজন টের পেয়ে দ্রুত প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙ্গে চালককে বের করে। পরে খবর পেয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আরো খবর

কাশিয়ানীতে ১৫ কেজি গাঁজাসহ আটক-১

admin

অস্ত্রসহ ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

admin

কাশিয়ানীতে মহান স্বাধীনতা দিবস পালিত

admin