Ajker Kashiani

কাশিয়ানীতে গর্ভবতী মায়েদের উপহার দিলেন উপজেলা প্রশাসন

আজকের কাশিয়ানী ডেস্ক:-  গর্ভবতী মায়েদের পুষ্টি সেবা নিশ্চিত করতে এক’শ বিশ জন গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার সামগ্রী (ডাল, বাদাম, নুডুলস, তেল) বিতরণ করা হয়েছে।

এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়।

আজ (২৫ মার্চ) শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ রায়হান, পরিবার পরিকল্পনা পরিদর্শক রনো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন,দুস্থ গর্ভবতী মায়ের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই কার্যক্রম। এই কার্যক্রমটি ভবিষ্যতেও চালু থাকবে।