Ajker Kashiani

কাশিয়ানীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রনি শেখ:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকালে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ১২৩ নং মাইজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি শিকদার সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি আসানূর শেখের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকতার হোসেন তালুকদার, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন, ধানমন্ডি থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লিটন তালুকদার প্রমুখ।