প্রতিনিধি কাশিয়ানী:- কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রাম থেকে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- হাসিনা বেগম ও শাহাজাহান সিকদার। তাদের দুজনেরই বাড়ি উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে অভিযানে নেতৃত্ব দেওয়া কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রায়হান এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া গ্রামের হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় কাশিয়ানী থানায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।