22 C
New York
May 16, 2025
Ajker Kashiani

গোপালগঞ্জে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে দিনব্যাপী পূবালী ব্যাংক লিমিটেডের ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক লিমিটেড ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মো. ফয়জুল হক শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিজ ফিন্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মোহাম্মদ আলী আমজাদ।

অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

উক্ত সম্মেলনে পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।