Ajker Kashiani

গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত!

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শনিবার রাত ৯ টার দিকে ঢাকা খুলনা মহাসড়‌কের বেদগ্রা‌ম নামক এলাকায় রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে মজনু চৌধুরী ও জাকির মোল্যা নিহত ও শিবু বিশ্বাস নামে অপর এক আরোহী গুরুতর আহত হন।

নিহত মজনু চৌধুরী গোপালগ‌ঞ্জের বেদগ্রা‌মের মৃত কানছু চৌধুরীর ছে‌লে ও জাকির মোল্যা মৃত ছ‌রো মোল্লার ছে‌লে গুরুতর আহত শিবু বিশ্বাস মৃত চিত্ত বিশ্বাস ছে‌লে।

হতাহ‌তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার মো. আ‌রিফুল হক বলেন, খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের দুই‌টি ইউ‌নিট ঘটনাস্থল থে‌কে হতাহত‌দের উদ্ধার ক‌রে। আহত মোটর সাই‌কেল আ‌রোহী‌কে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।