18.4 C
New York
May 16, 2025
Ajker Kashiani

গোপালগঞ্জে রাইসমিলের তুষের ঘরে আগুন, আহত ৫

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের তুষের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিল এ ঘটনা ঘটে।

সিন্দিয়াঘাট নৌপু‌লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, রাহুল (২৫), সা‌কিব (৩৫), বেল্লাল (১৬) আ‌রিফ (৪০)। এ‌দের সবার বা‌ড়ি মুকসুদপুর উপজেলার জ‌লিরপাড় গ্রা‌মে

সিন্দিয়াঘাট নৌপু‌লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জা‌নিয়েছেন, মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুস রাখা হচ্ছিল।

সন্ধ্যার দিকে অসাবধানতাবশত ভাবে ওই তুসে আগুন লেগে যায়। এতে আগুন চারিদেকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্ঠা করে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের ৫ শ্রমিক আহত হন। পরে এক ঘন্টা চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হয়। আহত ৫ শ্রমিককে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।