17.2 C
New York
May 16, 2025
Ajker Kashiani

গোপালগঞ্জে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদু উপায় অবলম্বন করার দায়ে ৪৫ জন পরীক্ষার্থীসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, বহিস্কার ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় এসব জরিমানা ও সাজা প্রদান করেন জেলা প্রশাসেকর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ১০টা থেকে গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৬টি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ইলেক্ট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৪৫ জন পরীক্ষার্থী ও পক্সি দেয়ার সময় একজনসহ মোট ৪৬ জনকে আটক করা হয়।

পরে সন্ধ্যায় দুই জনকে ১০ দিনের, এক জনকে ১৫ দিনের, দুই জনকে ২০ দিনের, ২৯ জনকে এক মাস করে কারাদন্ড, ১০ জনকে দুই’শ টাকা করে জরিমানা এবং দুই জনকে উভয় দন্ডে দন্ডিত করা হয়েছে। দন্ডিত ৪৬ জনের মধ্যে ৪৫ জনকে পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।

এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৩’শ জন। তবে ২১টি কন্দ্র উপস্থিত ছিল ১ হাজার ৮’শ ৬৬ জন।

আরো খবর

Comparing Citigroup To Wells Fargo: Financial Ratio Analysis

admin

UPS Will Use VR Headsets To Train Student Drivers To Avoid Traffic

admin

DriveShare Lets You Rent Your Dream Car From A Car Collector

admin